বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার নিউজবাংলাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বেকারির ভেতরে রান্নাঘরে রাখা তুষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাগেরহাট পৌরসভার পিয়াজ পট্টি এলাকায় একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার রাত ১১টার দিকে পিয়াজপট্টি গলির বাসিন্দা রমেশ সাহার বিস্কুটের কারখানা সুমন বেকারিতে এ আগুন লাগে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার নিউজবাংলাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বেকারির ভেতরে রান্নাঘরে রাখা তুষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কারখানাটির আশপাশে পানির সহজ কোনো উৎস না থাকায় আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।