বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

  •    
  • ১৮ এপ্রিল, ২০২১ ০১:২৪

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

করোনাকালে সামাজিক গণমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর দায়ে বিএনপির ‘জিয়া সাইবার ফোর্স’ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদরের ৬ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকার নিজ বাসা থেকে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, সরকারে ঘোষিত লকডাউনকে নিয়ে জিহাদ বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। ১৪ এপ্রিল জিহাদ তার ফেসবুকে লেখেন‌ ‘সকাল ১০টায় ব্যাংক খোলা, হাজার হাজার শ্রমিক দিয়ে কলকারখানা খোলা, মসজিদের বেলায় কেবল ২০ জন... এটার নামই লকডাউন।’

এদিন সন্ধ্যা ৭ টায় ফেসবুকে তিনি লেখেন, ‘মাফিয়া বাহিনী শুধু দেশ ধ্বংসের স্বপ্নে মগ্ন, তারা ভুল করেও জনগণের কল্যাণে স্বপ্ন দেখতে পারে না। রাত ৯টায় লকডাউনের নামে রমজান মাসে আলেমদের গ্রেপ্তার কি বার্তা বহন করছে বাংলাদেশ।’

জিহাদ আরও লেখেন, ‘অতীতের সব রেকর্ড ছাড়িয়ে পশ্চিম তীরে সম্প্রতি ইসরায়েলি সেনারা এই করোনা মহামারির সময় বর্বরতা চালাচ্ছে। বাংলাদেশের মাফিয়ারাও লকডাউনে বিএনপির ১৭৯ জন, জামায়াতের ৮০ জন, হেফাজতের ২০০ জন ও নুরুর ৫২ জনকে গ্রেপ্তার করে বিরোধীদল দমন চালাচ্ছে।’

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘সামাজিক গণমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচার চালানোর অভিযোগে মো. জিহাদ নামে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধারায় একটি মামলা হয়েছে।’

এ বিভাগের আরো খবর