বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অক্সিজেন সিলিন্ডার নিয়ে মোটরবাইকে

  •    
  • ১৮ এপ্রিল, ২০২১ ০০:১৭

সার্জেন্ট তৌ‌হিদ টুটুল জানান, লকডাউ‌নের কার‌ণে ব‌রিশাল-পটুয়াখালী সড়কে চেক‌পোস্ট বসানো হয়েছিল। সেখানে বেলা দুইটা ৪৯ মি‌নি‌টে এক ব‌্যক্তি মোটরসাইকেল নিয়ে উপস্থিত হন। ব‌রিশাল অভিমুখে যাওয়া মোটরসাইকেলের চালকের পিঠে বাঁধা ছিল অক্সিজেন সিলিন্ডার। তার পেছনে বসা নারী অক্সিজেন সাপোর্ট নিয়ে বসে ছিলেন। এ দৃশ্য দেখে তাদের মোটরসাইকেল থামানো হয়নি।

মোটরসাইকেল চালকের পিঠে বাঁধা সিলিন্ডার, নারী আরোহীর মুখে অক্সিজেন মাস্ক। লকডাউন পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে পৌঁছাতে আর কোনো উপায় ছিল না।

করোনা আক্রান্ত নারীর এভাবে হাসপাতালে যাওয়ার ছবিটি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি বরিশালের।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক সার্জেন্ট তৌ‌হিদ টুটুল আলোচিত ছ‌বিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবু‌কে আপলোড করেন।

সার্জেন্ট তৌ‌হিদ টুটুল জানান, লকডাউ‌নের কার‌ণে ব‌রিশাল-পটুয়াখালী সড়কে চেক‌পোস্ট বসানো হয়েছিল। সেখানে বেলা দুইটা ৪৯ মি‌নি‌টে এক ব‌্যক্তি মোটরসাইকেল নিয়ে উপস্থিত হন। ব‌রিশাল অভিমুখে যাওয়া মোটরসাইকেলের চালকের পিঠে বাঁধা ছিল অক্সিজেন সিলিন্ডার। তার পেছনে বসা নারী অক্সিজেন সাপোর্ট নিয়ে বসে ছিলেন। এ দৃশ্য দেখে তাদের মোটরসাইকেল থামানো হয়নি।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনুসন্ধান করা হয় নারীর পরিচয়সহ ঘটনার ব্যাপারে।

অনুসন্ধানে জানা গেছে, অসুস্থ নারীর নাম রেহানা পারভীন। বয়স ৪৮। তিনি ব‌রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউ‌নিটের দ্বিতীয় তলায় ভর্তি হয়েছেন। তিনি ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপজেলার বা‌সিন্দা এবং নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

অক্সিজেন সিলিন্ডার বহনকারী মোটরসাইকেলের চালক হচ্ছেন ওই নারীর ছেলে। তার নাম জিয়াউল হাসান। তিনি কৃষিব্যাংকের ঝালকাঠি শাখার কর্মকর্তা।

জিয়াউল জানিয়েছেন, কোনো অ্যাম্বুলেন্স না পাওয়ায় তিনি মাকে এভাবে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে গেছেন।

এ বিভাগের আরো খবর