বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১২ ঘণ্টা পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ এপ্রিল, ২০২১ ২২:৫৬

ভোলার ইলিশা ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার (ইনচার্জ) পারভেজ খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘অগ্রগামী’ বিকাল ৫টায় ইলিশা ফেরিঘাটে এসে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮টায় পন্টুন এবং ঘাট সচল করার পর ফেরি চলাচল শুরু হয়।

বন্ধ হওয়ার ১২ ঘণ্টা পর ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘাট সংস্কার এবং পন্টুন সচল করার পর ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিটিএর উদ্ধারকারী জাহাজ ‘অগ্রগামী’ ঘটনাস্থলে এসে ‘লো ওয়াটার’ ঘাটের পন্টুনটি সচল করার পর এ রুটের ফেরি চলাচল শুরু হয়।

পণ্যবাহী ট্রাক নিয়ে রাতেই এ রুটের ‘কৃষানি’ নামের একটি ফেরি ভোলার ইলিশা ফেরিঘাট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায়।

ফেরি চলাচলের মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ফের যোগাযোগ চালু হয়।

এর আগে ঝড়ের কবলে পড়ে ভোলার ইলিশা ফেরিঘাট এবং পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। এতে সেখানকার লো এবং হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সকাল ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে উভয় পারে শতাধিক ট্রাকের জট সৃষ্টি হয়।

ভোলার ইলিশা ফেরিঘাটের বিআইডব্লিউটিসি ম্যানেজার (ইনচার্জ) পারভেজ খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘অগ্রগামী’ বিকাল ৫টায় ইলিশা ফেরিঘাটে এসে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮টায় পন্টুন এবং ঘাট সচল করার পর ফেরি চলাচল শুরু হয়।

তিনি বলেন, ঘাটে যদিও শতাধিক পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। কিন্তু ফেরি চলাচল শুরু হওয়াতে খুব দ্রুত উভয় পাড়ের জট কমে যাবে।

উল্লেখ্য, সকালের দিকে ঝড়ে ভোলা-লক্ষীপুর রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাটের লো এবং হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয় এবং পন্টুন নিদিষ্ট স্থান থেকে অন্যত্র সরে যায়। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিভাগের আরো খবর