ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর অসুস্থ ওই শিশু বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শনিবার শিশুটির মা বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি শুক্রবার বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। এ সময় গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি ওই শিশুকে জোর করে পার্শ্ববর্তী রায়পুর শ্মশানের কাছে একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
বাড়ি ফিরে রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এ সময় সে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর শিশুটিকে রাতেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শনিবার দুপুরে শিশুটির মা বোয়ালমারী থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করেছেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমীর হামজা বলেন, শিশুটিকে অসুস্থ অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। ধর্ষণ চেষ্টার লক্ষণ পেয়েছি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কাজী রিপন বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।