বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষ: দুটি তদন্ত কমিটি গঠন

  •    
  • ১৭ এপ্রিল, ২০২১ ১৯:৪৮

পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে প্রধান করে এই কমিটি গঠিত হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ৩ লাখ টাকা করে ও আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকা সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, কমিটি কাজ শুরু করেছে।

শনিবার সকালে ওই বিদ্যুৎকেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ বিভাগের আরো খবর