বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিতে হাসপাতালে উপচে পড়া ভিড়, হট্টগোল

  •    
  • ১৭ এপ্রিল, ২০২১ ১৯:২০

প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল থেকে করোনার দ্বিতীয় ডোজ নিতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। এদিন যাদের টিকা নেয়ার কথা তাদের সঙ্গে আসেন গত কয়েকদিন ধরে যারা টিকা নেননি তারাও।

নারায়ণগঞ্জের ৩০০ শয্যার খানপুর হাসপাতালে টিকা নিতে এসে হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ নিতে এসে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় স্বাস্থবিধি মানেনি অনেকেই। ছিল না সামাজিক দুরত্ব। এ ছাড়া মাস্ক ছাড়াও টিকা নিতে আসেন কয়েকজন।

শনিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে গেটের বাইরে মানুষের অতিরিক্ত ভিড় ছিল। তাদেরকে হট্টগোল দেখা গেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে করোনার দ্বিতীয় ডোজ নিতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। এদিন যাদের টিকা নেয়ার কথা তাদের সঙ্গে আসেন গত কয়েকদিন ধরে যারা টিকা নেননি তারাও।

টিকা নিতে আসা লোকজন লাইন না মেনে হুড়োহুড়ি শুরু করেন। এ নিয়ে তর্কে জড়ান অনেকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘টিকা নিতে আসা ব্যক্তিরা নিয়ম না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। টিকা নিতে এসে সামাজিক দূরত্ব তারা মানেননি। এই পরিস্থিতিতে সেখানে যারা দায়িত্বে ছিলেন তারা সেখান থেকে চলে যান। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষ এসে টিকা দেয়ার কার্যক্রম শুরু করেন। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ হাজার ৮৫৪ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়।’

করোনা হাসপাতালের ত্বত্তাবধায়ক আবুল বাশার নিউজবাংলাকে জানান, করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা ব্যক্তিরা জটলা সৃষ্টি করে। তারা টিকা নিতে এসে করোনার দিক নির্দেশনা ভুলে গেছেন। গেটের বাইরে হুড়োহুড়ি শুরু করায় কিছুক্ষণ টিকা দেয়া বন্ধ থাকে। পরে পুলিশের সহযোগিতায় টিকা কার্যক্রম শুরু হলে তা বিকাল ৪টা পর্যন্ত চলে।

এ বিভাগের আরো খবর