কক্সবাজারের চকরিয়ায় রোহিঙ্গা যুবকের পেটে অস্ত্রোপচার করে প্রায় দুই হাজার ইয়াবা বড়ি বের করা হয়েছে।
উপজেলায় ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে শুক্রবার রাতে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জাকির হোসেন নামে ওই যুবক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ২ নম্বর ক্যাম্পের এক নম্বর ব্লকের বাসিন্দা।
হাসপাতালের বরাত দিয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় রোহিঙ্গা যুবক জাকিরের পেটে প্রচণ্ড ব্যথা হলে ক্যাম্পে কর্মরত একটি এনজিও সংস্থার লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।
পরে তাকে আলট্রাসনোসহ কয়েকটি পরীক্ষার ফলের ভিত্তিতে পেটের ভেতর বস্তু আছে বিষয়টি নিশ্চিত হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা।
অস্ত্রোপচার করে তার পেট থেকে ৩৯টি পোঁটলা বের করা হয়। ওই পোঁটলাগুলোতে প্রায় ১ হাজার ৯৫০ ইয়াবা পাওয়া যায়।
ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ চকরিয়া থানায় জানালে পুলিশ গিয়ে ইয়াবাগুলো জব্দ করে। আর চিকিৎসাধীন অবস্থায় জাকিরকে হেফাজতে নেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের নিউজবাংলাকে জানান, এই প্রথম কোনো মানুষের পেট অপারেশন করে ইয়াবার পোঁটলা বের করা হলো।
ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে মৃত্যুঝুঁকি নিয়ে সে ইয়াবাগুলো পেটের ভেতর সংরক্ষণ করেছে।
তিনি আরও জানান, জাকিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।