মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইফতার বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশের উপপরিদর্শক আসাদুর রহমান নিউজবাংলাকে জানান, শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের কালিঘাট রোডের রিপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ইফতার সমগ্রী কেনেন একই এলাকার লিটন নামে এক ব্যক্তি।
পণ্যের মান খারাপ হওয়ায় ইফতারের পর হোটেলে এসে মালিক রিপন আহমদের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন লিটন। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় রিপন হোটেলে ভাঙচুর চালানো হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে লোকজন তাদের উপরেও চড়াও হয়।
আহতরা হলেন শ্রীমঙ্গল থানার এসআই আসাদুর রহমান, এসআই জাকির হোসেন, এএসআই শামসুজ্জামান, কালিঘাট রোডের স্বপন মিয়া, সোহেল মিয়া, আরিফুর রহমান চৌধুরী ও রিপন মিয়া।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পিনাক ত্রীবেদী নিউজবাংলাকে বলেন, কয়েকজন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একজন এখনও চিকিৎসাধীন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক নিউজবাংলাকে জানান, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’