কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চামটাবন্দর ঘাট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি জাহাজ মেরামতের ডক পুড়ে গেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী জেপি জহির জানান, নদীর পারে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি। হঠাৎ ডকে আগুন জ্বলতে দেখে সবাইকে নিয়ে দৌড়ে সেখানে যান। মূহূর্তেই আগুন ছড়িয়ে জেনারেটর রুমে।
এ ঘটনায় ডকের থাকা সব মালপত্র পুড়ে যায়। ডকের পাশেই ছিল জেনারেটর রুম। সে কক্ষে থাকা বিভিন্ন ক্যাবলসহ সবকিছু পুড়ে যায় বলে জানিয়েছেন মা রূপা শিপিং ওয়ার্ক ডকের মালিক কবীর উদ্দিন ভূইয়া।
তিনি নিউজবাংলাকে জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রত্যক্ষদর্শীরা তাকে জানালে তিনি সেখানে গিয়ে দেখেন আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
করিমগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’