চট্টগ্রামে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে র্যাব। তার নাম আয়াতুল ইসলাম
বুধবার রাতে হাটহাজারী থানাধীন কুয়াইশ দক্ষিণ বুড়িশ্চর এলাকা থেকে তাকে আটক করা হয়। ৩৫ বছর বয়সী আয়াতুল ইসলামের বাড়ি রাঙ্গামাটি জেলার বাঘাইছাড় থানায়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার নিউজবাংলাকে জানান, তিনি নগরীর নিউরন ইংলিশ স্কুল নামের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
র্যাব কর্মকর্তা জানান, আয়াতুল তিন বছর আগে গোপনে বাথরুমে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর কিছু ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেই ছবি এবং ভিডিও ওই সহপাঠীদের দেখানো এবং অনলাইনে ছড়িয়ে দেয়ার কথা বলে ইমো, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি পাঠাতে বাধ্য করে আসছিলেন। তিন বছর ধরে পাঠানো এসব ছবি দিয়েও নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিলেন ওই শিক্ষক। এতে ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোনে ওই ছাত্রীর বেশ কিছু ব্যক্তিগত ছবি পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা।
ছাত্রীটির বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা করলে শুক্রবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা নিউজবাংলাকে বলেন, শনিবার আসামিকে আদালতে তোলা হবে।