চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে এক প্রবীণকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোহাম্মদ কামাল ৮০ বছর বয়সে এই অমানবিক ঘটনার শিকার হলেন। তিনি জীবন সংকটে আছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর বিআরটিসি নতুনপাড়া মৌলভী আকমলের বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে যান সন্দেহভাজন শফিউল আলম।
ঘটনার প্রত্যক্ষদর্শী আহত কামালের নাতি জয়নাল আবেদীন নিউজবাংলাকে জানান, পারিবারিক মতবিরোধ থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে তার চাচা শফিউল আলম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দাদাকে গুরুতর জখম করেন। এ সময় তিনি রক্তাক্ত হয়ে যান। আর পরিবারের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করেন।
‘এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি আমি’- বলেন জয়নাল।
কী নিয়ে এই বিরোধ, সেই বিষয়টি না জানালেও জয়নাল নিশ্চিত করেছেন জমিজমা বা টাকা পয়সার বিষয় ছিল না কোনো।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, বর্তমানে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এই বৃদ্ধ। তার অবস্থা গুরুতর।