কক্সবাজার বাঁকখালী মোহনা থেকে বালু তোলার সময় আবারও গুলি পাওয়া গেছে।
শুক্রবার বিকেল চারটার দিকে বালুর মধ্যে পাওয়া একটি বস্তায় মিলেছে ১ হাজার ৫৮০টি গুলি। এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা বিমানবাহিনীর সদস্যদের।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসি ই সিসি নামে চীনের একটি কোম্পানি।
বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ পেয়েছে ফাতেমা ড্রেজার নামে একটি প্রতিষ্ঠান।
গত রোববার রাতে প্রতিষ্ঠানটি বালু তোলার সময় ড্রেজারের সঙ্গে উঠে আসে ২ হাজার ১৯০টি গুলি। এরপর শুক্রবার বালু সরানোর সময় গুলিভর্তি বস্তাটি পান বিমানবাহিনীর সদস্যরা।
বস্তা পাওয়ার পর বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তাদের খবর দেয়া হয়। কর্মকর্তাদের সামনে গণনা শেষে পুলিশের কাছে গুলিগুলো হস্তান্তর করে বিমানবাহিনী।
রোববার উদ্ধার করা গুলির মধ্যে মেশিন গান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে বলে জানিয়েছিল পুলিশ। তবে শুক্রবার উদ্ধার হওয়া গুলি কীসের তা জানা যায়নি।