টাঙ্গাইলে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়ায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন।
কালিহাতীর চর বাবলা এলাকায় শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বঙ্গবন্ধু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম ও শাহ আলম।
ওসি সফিকুল ইসলাম বলেন, টিনবোঝাই একটি ট্রাকে পাঁচজন উঠে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। চর বাবলা এলাকায় চলন্ত ওই ট্রাকটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে টিনচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো রাখা হয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায়।
দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। অন্য ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে এর চালক।