চাঁদপুরে মাইক্রোবাসে করে জাটকা পাচারের সময় একজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
সদর উপজেলার পুরানবাজার রনাগোয়াল এলাকায় শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে জাটকা ভর্তি মাইক্রোসহ চালক মো. জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর খানের বাড়ি সদর উপজেলার খিলন্দিয়া গ্রামে। তিনি পেশায় গাড়িচালক।
চাঁদপুর নৌ থানার ইনচার্জ মো. জহিরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, মাইক্রোবাসে করে জাটকা পাচারের সংবাদ পেয়ে পুরানবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয়টি ড্রাম ভর্তি জাটকাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তার করা হয় মাইক্রোবাসের চালক জাহাঙ্গীরকে। মাছগুলো পুরান বাজারের বাসিন্দা কামাল হাওলাদারে। এসব জাটকা ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জাটকা পাচারের সঙ্গে জড়িত মাইক্রো চালক জাহাঙ্গীর, সেলিম, কামাল হাওলাদারসহ অজ্ঞাত পরিচয়ে আরও দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি বলেন, আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জাটকা স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।