নাটোরে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় জব্দ করা হয় ৫টি কম্পিউটার ও ১১টি হার্ডডিস্ক।
শহরতলির একডালা বাজার থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন একডালা বাজারের সিডি ব্যবসায়ী সুজন হোসেন, আনোয়ার হোসেন, লিটন হোসেন, আরিফুল ইসলাম ও সুমন আলী বাবু।
র্যাব-৫ নাটোরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মির্জা সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। এরপর রাতেই সদর থানায় মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ তে বলা হয়েছে, পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ, প্রকাশ্যে প্রদর্শন বা যেকোনো প্রকারে প্রচার করিলে অথবা উক্ত সকল বা যেকোনো উদ্দেশ্যে প্রস্তুত, উৎপাদন, পরিবহন বা সংরক্ষণ করিলে তা অপরাধ বলে গণ্য হবে। উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ২ (দুই) বৎসর সশ্রম কারাদণ্ড এবং ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।