নাটোর সদর উপজেলায় রমজানে পণ্যের মূল্য স্থিতিশীলতা নিশ্চিত ও কঠোর বিধিনিষেধ কার্যকরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
উপজেলার স্টেশন বাজার, চকবৈদ্যনাথ, তেবাড়িয়া ও দত্তপাড়ায় শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।
এ সময় মাস্ক না পরায় তরমুজের আড়ৎদারের ৫০০ টাকা ও মাংসের দোকানে ওজন সঠিক না দেয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নাটোর সিপিসি-২ র্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্ উদ্দিন, এনডিসি জুয়েল আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন।
অপরদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন চলছে ঢিলেঢালাভাবে। ভোর থেকেই ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও সিএনজিসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। লোকজনের চলাফেরাও ছিল প্রায় স্বাভাবিক।
তবে সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ও ট্রাক চলাচল করতে দেখা যায়নি। সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে পুলিশ বিধিনিষেধ অনুযায়ী যানবাহন ও জনগণের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তবে ছিল না তেমন কড়াকড়ি।
পুলিশের অনুপস্থিতিতে কেউ কেউ দোকান খোলারও চেষ্টা করেছন। অনেককে অযথাই বাজারে ঘোরফেরা করতে দেখা গেছে। বাজারে পুলিশের উপস্থিতিতে মাস্ক পরিধান করলেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ছিল না তেমন কোন বাধ্যবাধকতা।