আওয়ামী লীগের দু্ই পক্ষে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন জেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান ও তার অনুসারীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন মেয়র। দাবি না মানলে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ছেলে তাশিক মির্জার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার রাতে লাইভে এসে বসুরহাটের মেয়র এসব দাবি জানান।
লাইভে বসুরহাট পৌরসভা চত্বরে সংঘর্ষের সময় আটক অনুসারী সাবেক কাউন্সিলর শিমুলকে ছেড়ে দেয়ার দাবি জানান কাদের মির্জা।
তিনি বলেন, ‘পুলিশের সামনে পকেটে অস্ত্র নিয়ে মহড়া। এ কোন দেশ? এ দেশে কি আইনের শাসন নেই? ইউএনওর সামনে বসে পকেটে অস্ত্র। এ দেশে কি আইনের শাসন নেই? মানবাধিকার সংস্থা নেই?
‘আজকে আমাকে ফেসবুকে কথা বলতে দেয়া হয় না। অথচ আমার প্রতিপক্ষরা ফেসবুকে কথা বলতে পারতেছে। আমি পারছি না। এগুলো কে করেছে? ওবায়দুল কাদের সাহেব, তার বউয়ের অপকর্মকে ঢাকার জন্য এগুলো করছে।’
কাদের মির্জা বলেন, ‘আজকে তারা আমার পরিবারকে ধ্বংস করতে চায়।’
তিনি কোম্পানীগঞ্জ থানার ওসির উদ্দেশে বলেন, ‘ওসি তুমি মিথ্যা কথা বলো। মুনাফিক ১০ লক্ষ টাকা খেয়ে আজকে প্রতারণা করছো। তুমি আমার ছেলেদেরকে জেলে দেওয়ার ভয় দেখাও। তোমাকে এ সাহস কে দিয়েছে। বাজে লোক। সাবধান, সাবধান করে দিচ্ছি তোমাদেরকে।
‘আমি কারও তোয়াক্কা করি না। আল্লাহ ছাড়া, জনগণ ছাড়া কাউকে ভয় করি না। আমি সাহস করে সত্য কথা বলব। আমার পরিবার প্রয়োজনে এই পথে নিজেদেরকে বিসর্জন দিবো। তারপরও কোনো অপরাধী, অপরাজনীতি, সন্ত্রাসী, অস্ত্রবাজ, ঘুষখোর সরকারি কর্মকর্তার সাথে আপস করব না।’
কী হয়েছিল পৌরসভা এলাকায়
বসুরহাট পৌরসভা চত্বরে বৃহস্পতিবার বিকেলে কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মির্জা কাদেরের ছেলে তাশিক মির্জা রয়েছেন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জার অনুসারী শাহাদাত সিফাত বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভা ভবন থেকে ফেসবুক লাইভে এসে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা বাদলের অনুসারী ও যুবলীগ নেতাদের অকথ্য ভাষায় চরিত্র হনন করে বক্তব্য দেন।
তার এ ভিডিও ফেসবুকে দেখে বাদলের অনুসারীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা বসুরহাট বাজারে থানার সামনে জড়ো হয়ে কাদের মির্জার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন ও ছেলে তাশিক মির্জা পৌরসভা থেকে তাদের অনুসারীদের নিয়ে জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাওয়ার সময় থানার সামনে মুখোমুখি হলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বাদলের অনুসারীরা।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় কাদের মির্জার ছেলে তাশিক উপজেলা যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করে নিয়ে যেতে চাইলে বাদল অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বসুরহাট পৌরসভা চত্বরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর আবদুল কাদের মির্জা অভিযোগ করেন, ‘কোনো কারণ ছাড়াই বাদলের লোকজন পৌর ভবনে আমাকে এবং আমার লোকজনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এতে আমার ছেলে তাশিক মির্জাসহ অন্তত ৮ জন অনুসারী আহত হয়েছেন।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি নিউজবাংলাকে জানিয়েছিলেন, একটি ফেসবুক লাইভকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা পৌরসভা চত্বরে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়।পরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থক ও মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
ওই সংঘর্ষে আহত ব্যক্তিদের বিষয়ে কিছু জানেন না বলেও জানিয়েছিলেন ওসি।