কুষ্টিয়ায় রান্নাঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে নারীর গলিত দেহ।
শহরতলির মোল্লাতেঘড়িয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বাড়ির মালিক মুরাদ হোসেনের ধারণা, মরদেহটি তার ভাড়াটে মো. আলামিনের স্ত্রী মোসাম্মৎ রিমার।
তিনি জানান, রুবিনা নামের এক প্রতিবেশী ওই বাড়ির ভেতর পানি আনতে গেলে পচা গন্ধ পেয়ে বাড়ির মালিককে খবর দেন। তিনি বিষয়টি পুলিশকে জানান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশিকান্ত সরকার নিউজবাংলাকে জানান, রান্নাঘরের মাটি আলগা ছিল। পুলিশ মাটি সরিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক মাস আগের। ময়নাতদন্তের জন্য এটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির মালিক মুরাদ হোসেন জানান, গত ফেব্রুয়ারিতে কুষ্টিয়ার খোকসা উপজেলার মো. আলামিন তার বাসা ভাড়া নেন। তিনি শহরের মজমপুর গেটে জাহাঙ্গীর হোটেলে মিষ্টি বানানোর কাজ করতেন। তারা স্বামী-স্ত্রী এই বাসায় থাকতেন।
এই বাসায় ভাড়া থাকতেন আলামিন ও রিমা দম্পতি।
এক মাস ধরে তাদের দেখা যাচ্ছে না। বাড়ি ভাড়ার জন্য অনেকবার আলামিনকে ফোন দিয়েও পাওয়া যায়নি।
প্রতিবেশীরাও তাদের বিষয়ে কিছু বলতে পারেনি।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে আলামিন তার স্ত্রী রিমিকে হত্যা করে মাটিচাপা দিয়ে পালিয়ে যান।