সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য ইব্রাহিম শেখ কলম ঘটনা নিশ্চিত করে জানান, বিকেলে অন্তর তার মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।
ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুরে ডুবে অন্তর নামে পাঁচ বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। অন্তর উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য ইব্রাহিম শেখ কলম ঘটনা নিশ্চিত করে জানান, বিকেলে অন্তর তার মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।