বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক আঁটি শাক তোলা নিয়ে সংঘর্ষ, ৬ জন হাসপাতালে

  •    
  • ১৬ এপ্রিল, ২০২১ ০১:৫৪

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার ইফতারের আগে মান্নান মোল্যা তার জমিতে লাল শাকে পানি সেচ দেয়ার সময় দেখতে পান প্রতিবেশী বক্কার মোল্যার স্ত্রী তার ক্ষেত থেকে এক আঁটি লাল শাক তুলছেন। এ নিয়ে মান্নান মোল্যার ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বক্কার মোল্যার স্ত্রীকে মারধর করেন।

প্রতিবেশীর অনুমতি না নিয়ে ক্ষেত থেকে এক আঁটি লাল শাক তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ইফতারের পর মাগুরা সদরের জগদল ইউনিয়নের আজমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতরা মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার ইফতারের আগে মান্নান মোল্যা তার জমিতে লাল শাকে পানি সেচ দেয়ার সময় দেখতে পান প্রতিবেশী বক্কার মোল্যার স্ত্রী তার খেত থেকে এক আঁটি লাল শাক তুলছেন। এ নিয়ে মান্নান মোল্যার ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বক্কার মোল্যার স্ত্রীকে মারধর করেন।

ইফতারের পর এ নিয়ে দ্বিতীয় দফা কথা কাটাকাটির এক পর্যায়ে দু প্রতিবেশীর মধ্যে বাঁশ নিয়ে মারামারি শুরু হয়। এ সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে বক্কার মোল্যার পক্ষের ইমদাদ মোল্যা, শিমুল এবং মান্নান মোল্যার পক্ষে তিনি নিজে ছাড়াও সাখাওয়াত, রফিকুল ও মিরাজ মোল্যা আহত হন।

স্থানীয়রা বিষয়টি জগদল চেয়ারম্যান রফিকুল ইসলামকে অবহিত করলে তিনি সদর থানা পুলিশের সহায়তা চান।

স্থানীয় সূত্রে জানা যায়, এই দুই পক্ষের মধ্যে সামাজিক বিরোধ দীর্ঘদিনের। তা্সই সামান্য ঘটনার জের ধরে এই সংঘর্ষ হয়। মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ জানান, আহতদের সবারই মাথা ফেটেছে। কারো কারো সেলাই লেগেছে। তবে গুরুতর অবস্থা নয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সামাজিক বিরোধের জের ধরে ওই এলাকায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবারের ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে থানায় কেউ রাত ১১টা পর্যন্ত অভিযোগ করেনি।

এ বিভাগের আরো খবর