বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণচেষ্টার অভিযোগে পুরোহিত গ্রেপ্তার

  •    
  • ১৬ এপ্রিল, ২০২১ ০০:৪৮

মামলার বরাত দিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ জানায়, বাঘা ইউনিয়নের একটি মন্দিরের ওই পুরোহিতের কাছে ধর্মীয় শিক্ষা লাভের জন্য সেখানে যাওয়া আসা করতেন এলাকার তরুণ-তরুণীরা। এই উদ্দেশ্যে মন্দিরের পাশের বাড়ির এক তরুণী গত বুধবার সন্ধ্যায় ওই মন্দিরে যান। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালান পুরোহিতসহ দুজন।

সিলেটের গোলাপগঞ্জের বাঘায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মন্দিরের পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানায় বৃহস্পতিবার এ ব্যাপারে মামলা করেন ওই তরুণী। আসামি করা হয় পুরোহিতসহ দুজনকে।

এর আগে বুধবার রাতে উপজেলার বাঘা কালাকোনা থেকে পুরোহিতকে আটক করে এলাকাবাসী। পরে তরুণীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বরাত দিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ জানায়, বাঘা ইউনিয়নের একটি মন্দিরের ওই পুরোহিতের কাছে ধর্মীয় শিক্ষা লাভের জন্য সেখানে যাওয়া আসা করতেন এলাকার তরুণ-তরুণীরা। এই উদ্দেশ্যে মন্দিরের পাশের বাড়ির এক তরুণী গত বুধবার সন্ধ্যায় ওই মন্দিরে যান। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালান পুরোহিতসহ দুজন।

মামলার এজাহারে বলা হয়েছে, পুরোহিত ও তার অপর সহযোগী তরুণীকে জরুরি কাজের কথা বলে মন্দিরের পাশে নিয়ে যান। সেখানে তারা তরুণীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের এলাকার লোকজন ও তরুণীর আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।এ সময় পুরোহিতকে এলাকাবাসী আটক করেন। তবে তার সহযোগী পালিয়ে যান। তবে স্থানীয় একটি গোষ্ঠি দাবি করেছে, মন্দিরের জায়গাসংক্রান্ত বিরোধের জেরে পুরোহিতকে ফাঁসানো হয়েছে। ২০১৯ সাল থেকে এই মন্দিরের জমি নিয়ে বিরোধ চলছে। স্থানীয় এক ব্যক্তি ওই মন্দিরের জায়গা তার দাবি করে মন্দির নির্মাণ কাজেও বাধা দেন বলে অভিযোগ তাদের।বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইয়্যাদ আহমদ সুহেদ বলেন, মন্দিরের জমি নিয়ে অনেক আগে থেকেই ঝামেলা চলছিল। এ বিষয়টি একাধিকবার আমি নিষ্পত্তি করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, পুরোহিতকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।জমিসংক্রান্ত বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, এরকম কথাও শুনেছি। মামলার তদন্তে সত্য বেরিয়ে আসবে।

এ বিভাগের আরো খবর