মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করায় মা, বাবা ও এক সহযোগীর নামে পাবনার আটঘরিয়া থানায় বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, মা-বাবা তাদের ১৪ বছরের মেয়েকে একই এলাকার এক ব্যক্তির যোগসাজসে দেহ ব্যবসায় বাধ্য করেন। এক পর্যায়ে ওই কিশোরী নিরুপায় হয়ে পালিয়ে পুলিশের শরণাপন্ন হলে বৃহস্পতিবার আটঘরিয়া থানায় মামলা হয়। ওই কিশোরীর নানি মামলাটি করেন। মামলার পর দুপুরে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীর মা-বাবা এবং এলাকার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন বলেন, মামলার এক নম্বর আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।