বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাগল সবজি খাওয়ায় একজনকে পিটিয়ে হত্যা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ এপ্রিল, ২০২১ ২১:০৯

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মামলায় হামলাকারী ছয় জনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাজীপুরের কালীগঞ্জে সবজি নষ্ট করায় ছাগল জবাই করে খান ক্ষেত মালিক। এ নিয়ে ছাগল পালক সঙ্গে ওই মালিকের হয় কথা-কাটাকাটি। এক পর্যায়ে বেধড়ক মারধরে মৃত্যু হয় ছাগল জবাইকারীর।

বুধবার উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আজিজুর রহমান খান। তিনি রয়েন গ্রামের মৃত আবুল হাশেম খানের ছেলে।

বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী আসমা আক্তার মামলা করেছেন।

মামলায় বলা হয়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রয়েন গ্রামে মোস্তফার একটি ছাগল প্রতিবেশী আজিজুর রহমানের ক্ষেত ঢুকে কিছু সবজি নষ্ট করে। এ সময় মোস্তফা ধাওয়া দিলে প্রাণীটি আহত হয়। পরে বন্ধুদের নিয়ে ছাগল জবাই করে রাতেই খেয়ে ফেলেন আজিজুর।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ছাগল খাওয়ার জেরে মোস্তফা ও আজিজুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা তার লোকজন নিয়ে আজিজুরকে বেধড়ক পেটান। এতে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মামলায় হামলাকারী ছয় জনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর