পাবনা পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন শেখের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত মধ্যরাতে হেমায়েতপুর বুদেরহাট পশ্চিমপাড়া মহল্লায় এ হামলা হয়। ঘটনায় জড়িত সন্দেহে রাতেই পুলিশ মহিদুল ইসলাম ও সায়েম শেখ নামে দুইজনকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে শাহিন শেখ কাউন্সিলর হিসেবে বিজয়ী হলে একটি মহল ক্ষুব্ধ হয়।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে শাহিন শেখের বিরুদ্ধে নামে। ৩০ মার্চ সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম হন কাউন্সিলরের ছোট ভাই জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক শাকিল শেখ। রাজশাহী ও ঢাকায় চিকিৎসা শেষে বুধবার বাড়িতে ফিরলে ফের হামলার ঘটনা ঘটে।
ছোট ভাই শাকিল শেখ বলেন, ‘হামলাকারীরা ভাইকে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের ওপর নির্যাতন চালায়। বাড়িতে লুটপাট চালায়। এরপর হামলাকারীরা পুলিশ আসার খবর পেয়ে দ্রুত পালিয়ে যায়।’ঘটনার বিষয়ে কাউন্সিলর শাহিন শেখ বলেন, ‘আমি খুব বিপদের মধ্যে আছি। একের পর এক হামলা হচ্ছে। দুই সপ্তাহ আগে আমার ছোট ভাইকে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে। এবার আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালিয়েছে। মাদকসহ তাদের খারাপ কাজের সমর্থন না দেয়ার কারণে এসব ঘটনা ঘটেছে।’
পাবনার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকার বলেন, ‘এলাকায় মাদক, বালু, ক্লিনিক ও হাটবাজারের দখল নিয়ে বিরোধের সূত্রপাত। রমজানের প্রথম রাতে শাহিন কাউন্সিলরের বাড়িতে হামলা চালায় কয়েকজন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে।’