বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে পুলিশের অক্সিজেন-সেবা চালু

  •    
  • ১৫ এপ্রিল, ২০২১ ১৫:৫৩

২২টি সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করা হলেও চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়ানো হবে। এই কাজের জন্য ১৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের তিনটি দলে ভাগ করা হয়েছে।

করোনা আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বিনা মূল্যে ২৪ ঘণ্টা অক্সিজেন-সেবা চালু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

জেলা মেট্রোপলিটন পুলিশ লাইনসের সামনে বৃহস্পতিবার দুপুরে নিজস্ব অর্থায়নে এ সেবার উদ্বোধন করেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।

শাহাবুদ্দিন খান বলেন, ‘নগরীতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে চলছে। লকডাউনে করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের কথা বিবেচনা করে এ সেবা চালু করা হলো।

‘পুলিশ সদস্যদের মাধ্যমে রোগীদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে। আবার তা ব্যবহার শেষে পুলিশ সদস্যরাই সংগ্রহ করে নেবেন।’

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন জানান, ২২টি সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করা হলেও চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়ানো হবে। এই কাজের জন্য ১৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের তিনটি দলে ভাগ করা হয়েছে।

যাদের প্রয়োজন তারা সেবাকেন্দ্রের ০১৩২০০৬৪১০২ ও বিএমপি কন্টোল রুমের ০১৩২০০৬৬৯৯৮ এ নম্বরে ফোন করলেই তাদের ঘরে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

এ সেবা উদ্বোধনের সময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন, ট্রাফিক বিভাগের উপকমিশনার জাকির আলম মজুমদার, উত্তর বিভাগের উপকমিশনার মনজুর রহমানসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর