গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে পিষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুরু শেখের বাড়ি কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, তারাশী বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন ভ্যানচালক ফুরু শেখ। সে সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণহীন দুটি যানের সঙ্গে সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের।
ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে আহত হন ফুরু। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা খুলনা মেডিক্যালে রেফার করেন। খুলনা মেডিক্যালে নেওয়ার পথে তিনি মারা যান।
ট্রাক ও অ্যাম্বুলেন্স জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।