হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। হরতালে সহিংসতা ও নাশকতার অভিযোগে পুলিশের করা আলাদা পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বুধবার রাতে নিউজবাংলাকে জানান, বিকেল তিনটার দিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মুফতি বশির উল্লাহকে হাজির করা হয়। এ সময় তার আইনজীবীরা জামিন আবেদন করেন। বিচারক ফাহমিদা খাতুন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত মঙ্গলবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকায় নির্মাণাধীন নিজ বাড়ি থেকে বশির উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল এলাকা পর্যন্ত হরতালকারীরা দখলে রাখে। তারা ব্যাপক সহিংসতা চালায়।
যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয় ১৮টি গাড়িতে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নয়টি মামলা হয়েছে।
এসব সহিংসতায় হেফাজত নেতা বশির উল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান।