নড়াইলে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রসহ সাব্বির সরদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায়। এ নিয়ে ওই ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার ছাব্বিরের বাড়ি যশোর কোতোয়ালি থানার রঘুরামপুর এলাকায়। তিনি দক্ষিণ নড়াইল এলাকার মামুনের বাড়িতে ছিলেন। মামুন এখনও পলাতক।
মামলার এজাহারে বলা হয়, গত ৬ এপ্রিল বিকেলে নড়াইল সদরের ধোপাখোলা এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবরের প্রতিষ্ঠানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে ছয়জন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মুজিবরের পায়ে গুলি করে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। তার পিঠেও ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়।
এ ঘটনায় ৯ এপ্রিল মুজিবর নড়াইল সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে।