বিক্রির সময় সব পণ্য না আনায় পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির ডিলার ফারুক হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার নগর কুমারী বাজারে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী।
ইউএনও জানান, রমজানের পাশাপাশি করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় সরকার সারা দেশে টিসিবির পণ্য বিক্রির নির্দেশ দিয়েছে। বুধবার থেকে পঞ্চগড়ের পাঁচটি উপজেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
তিনি আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া টিসিবির সব পণ্য গ্রহণ করেন ফারুক। তবে বিক্রির সময় সব পণ্য নিয়ে আসেননি এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উত্তোলনের পরও সব পণ্য বিক্রি না করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।