বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিধিনিষেধের মধ্যে গাড়ি চাপায় চার মৃত্যু

  •    
  • ১৪ এপ্রিল, ২০২১ ২০:২৩

নিহতরা হলেন স্কুলশিক্ষক আনিছুর রহমান, তার মা রেহেনা বেগম, স্ত্রী রাজিয়া সুলতানা ও শ্যালক জাহিদ। আনিছুরের সন্তানসহ আহত অন্য দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এক মাসের শিশু সন্তানের জ্বর। তাকে ডাক্তারের কাছে নিয়ে যান স্কুলশিক্ষক বাবা। সঙ্গে ছিলেন স্ত্রী, শ্যালকসহ সাতজন। ফেরার পথে তাদের অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যান।

আহতদের প্রথমে নেয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর তিনজনকে পাঠানো হয় রংপুর ও বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। এর পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসেছে আরও মৃত্যুর খবর। একে একে মারা গেছেন শিশুটির বাবা, মা ও দাদি।

শিশুসহ বেঁচে গেছে তিনজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধের মধ্যে সড়কে মর্মান্তিক এই প্রাণহানি হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও পালিয়ে গেছেন চালক।

রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কালিতলা মাজার এলাকায় বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্কুলশিক্ষক আনিছুর রহমান, তার মা রেহেনা বেগম, স্ত্রী রাজিয়া সুলতানা ও শ্যালক জাহিদ। আনিছুরের সন্তানসহ আহত অন্য দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর গোবিন্দগঞ্জ উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। তার শ্যালক জাহিদ মিয়ার বাড়ি একই উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর গ্রামে।পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কালিতলা মাজার এলাকায় একটি কাভার্ডভ্যান ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। অটো উল্টে দুমড়ে-মুচড়ে গেলে সাতজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় আনিছুর, তার মা ও স্ত্রীকে রংপুর ও বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মজিদুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে আনার পর পরই একজনের মৃত্যু হয়। শিশুসহ অন্য দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর