চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতি হাসপাতালে মারা গেছেন।
৫৫ বছর বয়সী মোহাম্মদ হোসেনের বুধবার বেলা ১১টার দিকে মৃত্যু হয়।
হোসেনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা। তিনি মাদক মামলার আসামি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার তারিকুল ইসলাম বলেন, ‘গত বছরের ১৬ ডিসেম্বর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন হোসেন। হঠাৎ আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করে। তখন তাকে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, বুকে ব্যথা নিয়ে হাজতি হোসেনকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।