জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী বলেন, ‘লকডাউনে অসহায় মানুষগুলো কিছুটা বিপাকে পড়েছে। তাই রোজা শুরুর দিনে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে।’
মাহে রমজানের প্রথম দিনে অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতারা।
শহরের নিউ মার্কেট, মুজিব সড়ক, পূর্ব খাবাসপুর ও ঝিলটুলি এলাকায় বুধবার বিকালে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী বলেন, ‘লকডাউনে অসহায় মানুষগুলো কিছুটা বিপাকে পড়েছে। তাই রোজা শুরুর দিনে তাদের হাতে ইফতার তুলে দেয়ার ব্যবস্থা করছি।
‘আজ প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত কুমার বিশ্বাস, অর্ক ও নিরবসহ ছাত্রলীগের আরও অনেকে।