গাজীপুরের শ্রীপুরে এক তরুণীর মৃত্যুর পর তাকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় ২৪ বছর বয়সী রুমা আক্তারের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
তার মৃত্যুর পর বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
রুমার স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর রুমার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
রুমা একই ইউনিয়নের পাশের সিংদিঘী গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তার স্বামী ইমরুল হাসান আয়নাল; শ্বশুর নজর আলী।
রুমা-ইমরুলের সংসারে সাত বছর বয়সী একটি সন্তান আছে।
রুমার ভাই ইমরান হাসান জানান, পারিবারিকভাবে প্রায় ৯ বছর আগে বোনকে বিয়ে দেয়া হয়। তিন বছর পর আয়নালের সঙ্গে এক মেয়ের সম্পর্কের কথা জানতে পারেন রুমা। পরে দুই পরিবার বসে মীমাংসা করে দেয়।
স্বামী সন্তানের সঙ্গে রোমা আক্তার। ছবি: নিউজবাংলা
কিন্তু গত ৬ এপ্রিল ইমরুলের জন্মদিনে তার প্রেমিকা জন্মদিনের এসএমএস পাঠায়। গত মঙ্গলবার রুমা ও আয়নালের মধ্যে কাটাকাটি হলে রুমাকে মারধর করা হয়। এক পর্যায়ে রুমার মৃত্যু হলে তার মুখে বিষ ঢেলে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা এসে রুমার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, সুরতহালে রুমার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে বিষের গন্ধ পাওয়া গেছে।
‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা’-বলেন এই পুলিশ কর্মকর্তা।