দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। সড়ক, নৌ, রেল, আকাশ সব পথে বন্ধ রয়েছে পরিবহন। তবুও জীবনের ঝুঁকি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ট্রলারে করে নদী পার হচ্ছেন মানুষ। ফিরছেন বাড়ি।
কঠোর বিধিনিষেধের প্রথম দিন ট্রলারে যাত্রী পরিবহন করায় দুই চালকসহ চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ওই চারজন হলেন হারুন ব্যাপারী, মোশাররেফ, আবুল কালাম ও সালাউদ্দিন।
ইলিশা ঘাটে বুধবার দুপুরে ঢাকার সদরঘাট থেকে আসা দুটি ট্রলারের চালকসহ চারজনকে আটক করে নৌ পুলিশ।
ভোলা ইলিশা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র পাল নিউজবাংলাকে জানান, বিধিনিষেধ অমান্য করে ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট থেকে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট যাচ্ছে। আবার লক্ষ্মীপুরের মতির হাট, মজু চৌধুরীর হাট ও নারায়ণগঞ্জ থেকে ট্রলার আসছে।
এ সময় চারজনকে আটক করে সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহর ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। সেখানে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে ১৪-২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এর আওতায় সব পরিবহন (সড়ক, নৌ, রেলপথ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।