বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনায় কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ২২ মামলা

  •    
  • ১৪ এপ্রিল, ২০২১ ১৬:৫৩

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে খুলনা মহানগরীতে ২২ মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। মহানগরীর বিভিন্ন স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

সরকারের নির্দেশনা না মানায় কঠোর বিধিনিষেধের প্রথম দিনে খুলনা মহানগরীতে ২২ মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

মহানগরীর বিভিন্ন স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান, দেবাশীষ বসাক, এস.এম. রাসেল ইসলাম নূর ও নূরী তাসমিন উর্মির নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, ‘অন্য সময়ে লকডাউনের থেকে আজকে রাস্তায় যানবাহন ও মানুষ বের হওয়ার প্রবণতা কম। কারণ আজকে প্রথম রমজান, প্রথম লকডাউন পাশাপাশি পহেলা বৈশাখের সকল আয়োজন বন্ধ। এ ছাড়া আমরা ব্যাপক প্রচার চালিয়েছি। দোকান-পাট খোলা নেই বললেই চলে, গুটি কয়েক খোলা ছিল; তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।’

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে পাল্টে দিয়েছে খুলনার চিত্র। ব্যস্তময় শহর এখন জনশূন্য।

সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা যায়, খুলনা মহানগরীর অন্যতম ব্যস্ত এলাকা শিববাড়ির মোড়ের দু’পাশই প্রায় ফাঁকা। চলাচল করছে দু-একটি রিকশা ও ভ্যান।

সকাল থেকে শুরু হওয়া বিধিনিষেধ চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।

ইজিবাইক চালক ইমরান বলেন, 'রোজা আর লকডাউন মিলায়ে মানুষ নেই রাস্তায়। আমি বের হইছি পেটের দায়ে। সরকার আমাদের ভাত দিয়ে এরপরে লকডাউন দিক, তাহলে আমরা আর বের হব না।'

মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। টহল দিচ্ছেন পুলিশের ভ্রাম্যমাণ দল। রাস্তায় বেরোলেই জবাবদিহি করতে হচ্ছে পুলিশের কাছে। বন্ধ রয়েছে নগরীর সব অফিস-আদালত। তবে চালু রয়েছে জরুরি সেবা কার্যক্রম। হেঁটে অথবা নিজস্ব পরিবহনে চলাচল করছেন জরুরি সেবাদাতা কর্মীরা।

এ বিভাগের আরো খবর