কঠোর বিধিনিষেধের মধ্যে ঝিনাইদহে পণ্যবাহী একটি ট্রাক থেকে ৪৩ যাত্রীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ওই ট্রাকের চালকের নামে মামলা করা হয়েছে। তবে তাকে আটক না করে যাত্রীসহ ছেড়ে দেয়া হয়েছে।
ঝিনাইদহ সদর পৌরসভার মুজিব চত্বর এলাকা থেকে বুধবার সকালে ট্রাকযাত্রীদের আটক করে পুলিশ। ওই যাত্রীদের সবাই ইটভাটার শ্রমিক ছিলেন। তারা ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, একটি পণ্যবাহী ট্রাকে ৪৩ জন যাত্রী পাওয়ায় চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে যাত্রীসহ ট্রাকটিকে গন্তব্যে পাঠিয়ে দেয়া হয়।
করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ১৪ এপ্রিল, বুধবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া জনগণের চলাচল নিয়ন্ত্রণে দেয়া এ নিষেধাজ্ঞা শুরুর দিন সকাল থেকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়, বাস টার্মিনাল এলাকা, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
শহরের চলাচলকারীদের তথ্য যাচাই করা হচ্ছে। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, ‘বিধিনিষেধ কার্যকরে জেলা শহরসহ ছয়টি উপজেলায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। শহর বা রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
‘এ ছাড়াও শহরে যেন ইজিবাইক বা রিকশা অযথা চলতে না পারে এ ব্যাপারে আমরা সচেতন করছি।’
এদিকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ঝিনাইদহ শহরে তৎপরতা দেখা গেলেও গ্রামগুলোর চিত্র ছিল ভিন্ন। উপজেলা শহরগুলোর দোকানপাট বন্ধ থাকলেও গ্রামে মোটরসাইকেল ও ভ্যানযোগে মানুষকে চলাচল করতে দেখা যায়।