বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে ছয় বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির নানিকে আটক করেছে পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভুঞা জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যা করেন তার মা সাবিনা বেগমের খালা মালতী বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকারও করেছেন।
হত্যার শিকার শিশুটির নাম সিয়াম। মঙ্গলবার দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী গ্রামের একটি ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে শিশুটির নানি মালতী বেগমকে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সিয়ামের মামার দুই সন্তানকে দত্তক নিতে চেয়েছিলেন মালতী। তবে বাধা দেন সিয়ামের মা সাবিনা। দু্ই সপ্তাহ আগের ওই ঘটনার জের ধরে সিয়ামকে হত্যার পরিকল্পনা করেন মালতী।
পরিকল্পনা অনুযায়ী, সকালে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে সিয়ামকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে ধান খেতে নিয়ে গলা কেটে হত্যা করেন তিনি।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার কথা স্বীকার করেন মালতী। পরে তার দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়।