গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ার অভিযোগে ইয়াছিন আকরাম আরাফাত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানার পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ি পৌর এলাকার চন্নাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন আকরাম আরাফাত ওই গ্রামের আব্দুল আলীর ছেলে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, সম্প্রতি ইয়াসিন আকরাম আরাফাত তার ফেসবুক আইডি দিয়ে ‘ইসলামের সৈনিক’ নামে একটি গ্রুপ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
গত ৯ এপ্রিল ওই এলাকার নাজিম উদ্দিন মাস্টার নামে এক ব্যক্তি বাদী হয়ে ইয়াসিন আকরামের বিরুদ্ধে শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী নাজিম উদ্দিন জানান, ঢাকার একটি মাদ্রাসার ছাত্র ইয়াছিন আকরাম আরাফাত। সে তার ফেসবুক আইডি থেকে ইসলামের সৈনিক নামের একটি গ্রুপে প্রধানমন্ত্রীকে নিয়ে নানা ধরনের কটুবাক্য লেখে। তাকে একাধিকবার নিষেধ করা হলেও সে কথা না শোনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়।