চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে লোহার পাতের আঘাতে একজন কাটার ফোরম্যানের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় এই শ্রমিকের মৃত্যু হলেও বিষয়টি গোপন রাখেন ইয়ার্ড কর্তৃপক্ষ।
নিহত ফোরম্যানের নাম আতাউল। তিনি বগুড়া জেলার বাসিন্দা। সীতাকুণ্ডের সোনাইছড়ির আরএ শিপ ব্রেকিং ইয়ার্ডে তিনি কাটার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন বনিক নিউজবাংলাকে বলেন, ‘সোনাইছড়ির আরএ শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ইয়ার্ড কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে বিষয়টি তারা পুলিশকে জানায়নি। পরে খবর পেয়ে ওই ইয়ার্ডে পুলিশ পাঠানো হয়। এরপর ইয়ার্ড কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।’
এদিকে আতাউলকে চমেক হাসপাতালে নেয়া হলেও সেখানে তার পরিচয় গোপন রেখে চিকিৎসা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তার মৃত্যু হলেও তা কাউকে জানানো হয়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বলেন, ‘আতাউল নামে কোনো শ্রমিকের মৃত্যুর খবর আমরা জানি না।’
আতাউলের এক সহকর্মী বলেন, ‘জাহাজ কাটার কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন আতাউল। সে সময় বড় লোহার টুকরো তার মাথায় পড়লে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত নিউজবাংলাকে বলেন, ‘একজন শ্রমিক নিহত হয়েছেন। তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে আমরা আর এ শিপ ব্রেকিং ইয়ার্ডে গেছি। ঘটনা তদন্তে চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’