ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে গেছে ১৬ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানের বরজ।
উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায়গ্রাদের দক্ষিণ মাঠে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
পানের বরজগুলোর একটির মালিক কৃষ্ণ সেন নিউজবাংলাকে বলেন, দুপুরে হঠাৎ করেই তার বরজে আগুন লাগে। দ্রুতই তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টার মতো সময় লেগেছে। ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেট থেকে আগুন লেগেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন।