বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ এপ্রিল, ২০২১ ১৩:০১

এলাকাবাসীর অভিযোগ, গ্রামে অনেক দিন ধরেই চোরের উপদ্রব। দিলীপ বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়িতে সোমবার রাতে চোর হানা দেয়ার চেষ্টা করে। গ্রামের লোকজন সেই সন্দেহ থেকে একজনকে আটকে পিটুনি দেয়।

ফরিদপুর সদরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় জানা যায়নি।

ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গ্রামে অনেক দিন ধরেই চুরির ঘটনা ঘটছিল। চেতনানাশক মেশানো খাদ্যদ্রব্য বিভিন্ন বাড়িতে সরবরাহ দেয়া হতো। সেসব খেয়ে কোনো বাড়ির লোকজন অচেতন হলে সেখানে চুরি করা হতো।

ওই গ্রামের দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাস নিউজবাংলাকে জানান, এসব ঘটনায় তারা আতঙ্কে সোমবার রাতে খাবার খাননি। রাত দেড়টার দিকে বাড়ির দরজায় কেউ টোকা দিলে তারা চিৎকার করতে থাকেন। এতে আশপাশের বাড়ির লোকজন জড়ো হয়ে দুইজনকে পালিয়ে যেতে দেখে।

ধাওয়া দিয়ে তাদের একজনকে আটকে পিটুনি দেয় গ্রামবাসী।

পুলিশ কর্মকর্তা সুমন জানান, খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ সেখানে গিয়ে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় শনাক্তে হাতের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এর একটি দল কাজ করছে।

এ বিভাগের আরো খবর