বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

  •    
  • ১৩ এপ্রিল, ২০২১ ১৩:০৩

ওসি জানান, কুনিয়াপছর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর-যুবকদের দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যা দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সে সময় ছুড়িকাঘাতে আহত হয় শাকিল মিয়া ও মো. ফাহিম।

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

সিটি করপোরেশনের তালেব মার্কেটের সামনে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার ধীপপুর এলাকায়। সে পরিবারের সঙ্গে গাজীপুরের গাছা থানার কুনিয়াপাছর এলাকায় থাকত। শাকিল প্রতিভা কিন্ডারগার্টেনের নবম শ্রেণির ছাত্র ছিল।

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন নিউজবাংলাকে জানান, কুনিয়াপছর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর-যুবকদের দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সোনাপাড়া এলাকার সোমবার সন্ধ্যায় ২৪ থেকে ২৫ জনের একটি দল তালেব মার্কেটের সামনে অবস্থান নেয়।

সেখানে প্রতিপক্ষ গ্রুপের শাকিল মিয়া ও মো. ফাহিমের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা শাকিল ও ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওসি জানান, স্থানীয় লোকজন শাকিল ও ফাহিমকে উদ্ধার করে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফাহিম প্রত্যাশা কিন্ডারগার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাড়ি কুনিয়াপছর এলাকায়।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তবে এখনও কোনো মামলা হয়নি।

এ বিভাগের আরো খবর