গোপালগঞ্জের কাশিয়ানী থানার এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার সহকর্মীরা।
পুলিশ বলছে, থানা কোয়ার্টারে সোমবার রাতে ২৫ বছর বয়সী রোকোনুজ্জামান গলায় ফাঁস দিয়েছেন। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে।
রোকোনুজ্জামানের এক সহকর্মীর নাম আলমগীর কবীর। তিনি নিউজবাংলকে জানান, ফজরের নামাজের ওয়াক্তে কোয়ার্টারের সিঁড়ির কাছে রডের সঙ্গে তাকে ঝুলতে দেখেন এসআই নুরুল আনোয়ার। পরে তিনি বিষয়টি অন্যদের জানান। রোকোনুজ্জামানকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোকোনুজ্জামান বিবাহিত। কেন তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।