বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন সোহরাব হোসেন ও মাসুদ রানা ভুট্টো। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠিয়েছেন।
রোববার বাগেরহাট শহরের খারদ্বার মসজিদ এলাকা থেকে এদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। তবে সেদিন পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি।
সোমবার পুলিশ জানায়, ১০ এপ্রিল শরণখোলা থেকে দূর সম্পর্কের ভাইজি সনিয়া খাতুনকে মোটরসাইকেলে নিয়ে বাগেরহাট শহরে আসেন শরণখোলার উপজেলার ছৈলাবুনিয়া এলাকার দর্জি দোকানি ইউসুফ আকন।
মমতাজ হোটেলের সামনে দাড়ানো অবস্থায় সোহরাব হোসেন, ভুট্টো ও বাবুল খান নামের তিনজন গোয়েন্দা পরিচয়ে তাদেরকে ইজিবাইকে তুলে দশানী নিয়ে যান।
সেখানে তাদেরকে আটকে রেখে আসামিরা বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন। আরও টাকা দাবি করলেও আকনের মুঠোফোন থেকে আর টাকা ক্যাশ করা সম্ভব নয় বলে জানান বিকাশ এজেন্টরা।
এরপর ইউসুফের সিম ফেলে দিয়ে তার মোবাইল ফোন নিয়ে যান তিনজন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, ইউসুফ আকন তাদের কাছে তিনজনের নামে অভিযোগ করেন। এরপর তারা দুইজনকে আটক করেন।
‘নিয়মিত মামলা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। তৃতীয় আসামি বাবুল খানকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’- বলেন পুলিশ কর্মকর্তা।