বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউএনওকে অবরুদ্ধ: ছয় ব্যবসায়ী কারাগারে

  •    
  • ১৩ এপ্রিল, ২০২১ ০১:১২

৭ এপ্রিল বুধবার পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে আসেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ। স্বাস্থ্যবিধি না মানায় ও দোকান খুলে রাখায় কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। তখন তাকে অবরুদ্ধ করে জরিমানা ফেরত দিতে বাধ্য করা হয়।

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণকে অবরুদ্ধ ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় ৬ ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

তারা হলেন বাউরা বাজারের তিন খাবার হোটেল ব্যবসায়ী সিরাজ পাটোয়ারী, হাবিবুল হক, আসগর আলী, কাপড় ব্যবসায়ী বুলবুল আহম্মেদ, চাল ব্যবসায়ী রুবেল মিয়া ও মালামাল ব্যবসায়ী নূরনবী।

রোববার গভীর রাতে বাজারের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে সোমবার তাদের কারাগারে পাঠানো হয়।

করোনাভাইরাস মহামারিতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও লকডাউন কার্যকর করতে ৭ এপ্রিল বুধবার পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে আসেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ।

এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও দোকান খুলে রাখায় কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।

ব্যবসায়ীরা এতে ক্ষিপ্ত হয়ে বাজারের লোকজনদের নিয়ে বিক্ষোভ করে ইউএনওর উপর চড়াও হন। জরিমানার টাকা ফেরত দিতে বাধ্যও করা হয়।

পাটগ্রাম থানা পুলিশ জানায়, আটক ছয়জন সেদিন বিক্ষোভে অংশ নিয়ে ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হয়েছিলেন।

সরকারি কাজে বাধা দেয়া ও ইউএনওর উপর চড়াও হওয়ার অপরাধে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসের পেশকার স্বপন কুমার রায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত জানান, নিরাপত্তার কারণে আটক ছয়জনকে হাতীবান্ধা থানায় দেওয়া হয়েছে। তবে সোমবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়।

কোর্ট পুলিশের জিআরও এএসআই জাহিদ হোসেন (সহকারী উপ-পরিদর্শক) বলেন, ৬ আসামিকে সোমবার বিকেলে বেগম ফেরদৌসী বেগমের আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এ বিভাগের আরো খবর