বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীর শিলের আঘাতে হাসপাতালে স্বামী

  •    
  • ১৩ এপ্রিল, ২০২১ ০০:৫৩

রোববার সন্ধ্যায় তাদের ছেলে হঠাৎ করে ৫-৬ বার বমি করে। শামীম স্থানীয় বাজার থেকে ছেলের জন্য ওষুধ নিয়ে আসেন। টাকা শেষ হওয়ায় বাসায় এসে স্ত্রীর কাছে নিজের জমানো টাকা চান শামীম। এতেই ক্ষিপ্ত হন ফিরোজা। দুইজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ফিরোজা শামীমের মাথায় শিল দিয়ে দুই জায়গায় আঘাত করেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জে মনোমালিন্যের ঘটনায় স্বামীর মাথায় শিল দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামী এখন হাসপাতালে ভর্তি।

জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম শামীম ইসলাম। তিনি ওই এলাকার শফিকুলের ছেলে।

চার বছর আগে সরকারপাড়া এলাকার শামীমের সঙ্গে পার্শ্ববর্তী গুলজারপাড়া এলাকার ফিরোজা আক্তারের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি ছেলে রয়েছে। শামীম পেশায় রাজমিস্ত্রী।

শামীম জানান, বিয়ের পর থেকেই ফিরোজা তাকে একক পরিবারে থাকতে চাপ দিয়ে আসছিলেন। এই জন্য প্রায়ই উভয়ের মধ্যে মনোমালিন্য হতো।

রোববার সন্ধ্যায় তাদের ছেলে হঠাৎ করে ৫-৬ বার বমি করে। শামীম স্থানীয় বাজার থেকে ছেলের জন্য ওষুধ নিয়ে আসেন।

টাকা শেষ হওয়ায় বাসায় এসে স্ত্রীর কাছে নিজের জমানো টাকা চান শামীম। এতেই ক্ষিপ্ত হন ফিরোজা। দুইজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ফিরোজা শামীমের মাথায় শিল দিয়ে দুই জায়গায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় শামীমকে বাসায় প্রথমিক চিকিৎসা দেয়ার পর সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শামীম অভিযোগ করেন, ফিরোজা এর আগে শোকেসের গ্লাস ভেঙে নিজের গলা কাটার চেষ্টা করেন।

চিলাহাটি ইউপি চেয়ারম্যান কামাল মোস্তাহারুল নয়ন বলেন, ‘ঘটনায় শামীমের কোনো দোষ নেই। এর আগেও বিভিন্ন সময় শামীম ও ফিরোজাকে নিয়ে পারিবারিকভাবে বসা হয়েছিল। কিন্তু ফিরোজা কারও কথাই শুনেন না।’

তিনি বলেন, ‘মাথায় শিল দিয়ে যেভাবে আঘাত করা হয়েছে তাতে শামীম বেঁচে আছেন এটাই সৌভাগ্যের বিষয়।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন জানিয়েছেন, তারা এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো খবর