বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকা থেকে ৩২ হাজার প্যাকেট সিগারেটসহ বিপুল পরিমাণ প্যাকেট ও নকল লেবেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শতকোটি টাকা কর ফাঁকির অভিযোগে সোমবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পৌর এলাকার এসএম টোব্যাকো কোম্পানির কারখানায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১২-এর সিনিয়র পুলিশ সুপার সজল কুমার সরকার নিউজবাংলাকে জানান, এসএম টোব্যাকোর মালিকের নাম সুরাইয়া সরকার। প্রাথমিক অভিযানে ওই কোম্পানির সেনের গোল্ড সিগারেটের ৩৭ হাজার নকল লেবেল ও ৩২ হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
তিনি আরও জানান, অভিযানে ওই কোম্পানির ভ্যাট সহকারী মিঠু চন্দ্র মোহন্তসহ ছয় কর্মচারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে নেয়া হয়।
কর ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তদন্ত সাপেক্ষে ওই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।