সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় মেশিন বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক আহত হন।
সোমবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার গোল্ডেন ইউনিয়ন লেদার লিমিটেড নামে জুতার কারখানাটির তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাদের চারটি ও সাভার ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, কারখানার ভেতরে কেমিক্যাল জাতীয় পদার্থ, জুতার সলিউশন আঠা ও রাবার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের ওই তলাগুলোতে পানির উৎস না থাকায় আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়।
কারখানার ব্যবস্থাপক গাজী আরিফ হাসান জানান, চারতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় কাজ করছিলেন শ্রমিকরা। এই সময় তৃতীয় তলায় জুতা তৈরির সাফলিং মেশিনে বিস্ফোরণ থেকে আগুন লাগে। দ্রুত তা তিন ও চার তলায় ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, বিস্ফোরণে সাফলিং মেশিনের পাশে থাকা তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে কারখানার কাছে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তারা নিজেদের বাড়িতে চলে যান।
অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আরিফ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, সাফলিং মেশিনে কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনও জানা যায়নি। আর ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।