কক্সবাজার বাঁকখালী মোহনা থেকে বালু উত্তোলনের সময় উঠে এসেছে দুই হাজারের বেশি গুলি।
রোববার মধ্যরাতে পাওয়া এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসি ই সিসি নামের একটি চায়না কোম্পানি।
বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ দেয়া হয় ফাতেমা ড্রেজার কোম্পানিকে।
প্রতিষ্ঠানটি নদী থেকে বালু সংগ্রহ করার সময় ড্রেজারের সঙ্গে উঠে আসে ২ হাজার ১৯০ টি গুলি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস নিউজবাংলাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে এই গুলিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। তারপরও কোথা থেকে বা কীভাবে এসব গুলি আসল তা খতিয়ে দেখা হচ্ছে।’